মনীষীদের সেরা উক্তি সমূহ- Bengali Quotes

 মনীষীদের সেরা উক্তিসমূহ

মানুষের মধ্যে যারা সফলকাম হয়েছে, তাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের দেখানো পথে চললে, সহজেই নিজ লক্ষে পৌঁছা সম্ভব হয়। আজ আমরা কিছু মহান মনীষীদের অমূল্য উক্তি বা মানীষীদের সেরা বানী জানবো। পোস্টটি শেয়ার করার অনুরোধ। 
 

হযরত খাজা গরীবে নেওয়াজ  رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ এর তিনটি পবিত্র বাণী বা উক্তি:


১. নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করা থেকে উত্তম। পক্ষান্তরে বদকার লোকদের সাহচর্য বদ আমল করা থেকে নিকৃষ্ট।

২. সে-ই দুর্ভাগা ব্যক্তি, যে সর্বদা বদ আমল করতে থাকে, আর মনে করে সে আল্লাহর একজন মকবুল বান্দা।

৩. সে ব্যক্তি আল্লাহর বন্ধু, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। সমুদ্রের ন্যায় উদারতা, সূর্যের ন্যায় সার্বজনীনতা আর মাটির ন্যায় বিনয়ভাব। (আখবারুল আখিয়ার, ২৩, ২৪ পৃষ্ঠা)

৪. কোন কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি, আমার নফস বশ করতে আমার যত বেশি কঠিন লেগেছে। কখনো আমি জয়ী হই, কখনো  পরাজিত হই। 

 ~ হযরত সাইয়েদুনা  সুফিয়ান সাওরি رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ 

(হায়াতে সুফিয়ান আস-সাওরি, সালাহ উদ্দিন ইবন আলী, পৃষ্ঠা নং -৮৬;)


৫. নিশ্চয়ই একজন লোকের কোন কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি। যখন সে দুনিয়ার জীবনের জন্য কোন কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও কিছু করছে না। 

 ~ হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে মাস’উদ رَضِيَ اللّٰهًُ عَنْهُ


মনীষীদের সেরা বানী



৬. হযরত আনাস رَضِيَ اللّٰهًُ عَنْهُ থেকে বর্ণিত, তিনি বলেন, নবীয়ে পাক صَلّٰى اللّٰهُ عَلَيْهِ وَ اٰلِهِ وَ سَلَّمٔ   বলেছেন, 

কিয়ামাতের আলামতের মধ্য থেকে কয়েকটি হলো, (১) ইলম উঠিয়ে নেওয়া এবং (২) মূর্খতা বৃদ্ধি পাওয়া,(৩) মদ পান করা এবং (৪) ব্যভিচার ছড়িয়ে পড়া’। 

~~ সহীহ বুখারী শরীফ।  হাদিস নং- ৮০;

৭. আমিরুল মুমিনীন হযরত  আলী মুরতাজা শেরে খোদা کرم الله تعالى وجهة الكريم বলেছেন, "যে ব্যক্তি (সারা বছরে যখনই) জুমার দিন জুমার নামাযের পূর্বে তিনবার *সূরা কদর* পড়ে, আল্লাহ তায়ালা তাকে সে দিনের সমস্ত নামাযীদের  সংখ্যার সমান নেকী দান করেন।" 
(তথ্যসূত্র: নূযহাতুল মাজালিস,১ম খন্ড, পৃষ্ঠা ২২৩)

৮. সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো? 
~হযর‍ত সাইয়েদুনা ইবনে আত্বায়াল্লাহ رحمة الله عليه 

৯. সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায়, অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।

~ হযরত সাইয়েদুনা আবু বকর رضي الله عنه

১০. একজন বুযুর্গ-এর কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাকে শুধু এক কথায় নসীহত করুন। বুযুর্গ রহমতুল্লাহি আলাইহি বললেন, যে কাজে সাওয়াব হয়না এমন কাজ ছেড়ে দিন।

~~~ ফরমানে আমিরে আহলে সুন্নাত دامت بركاتهم العاليه

ইসলামিক উক্তি


লোকমান হাকীম (আলাইহিস সালাম) এর বানী:


১১.কথা বলা যদি রূপা হয়, তবে নীরব থাকা হচ্ছে স্বর্ন।
 
~হযরত লোকমান عليه السلام 


১২. হে আমার ছেলে! আমি তোমাকে ৪ হাজার নসিহতের মধ্যে থেকে বাচাই করে ৪টি নসিহত করছি, এর মধ্যে তুমি ১টি ভুলে যাবে বাকি ৩টি মনে রাখবে।

যেটি ভুলে যাবে সেটি হলো তুমি কি নেকি করেছো।

আর যে ৩টি মনে রাখবে, সেগুলো হলো- 
(১) তোমার রবকে মনে রাখবে।
(২) তোমার গুনাহ গুলোকে মনে রাখবে।
(৩) তোমার মৃত্যুকে মনে রাখবে।

~হযরত লোকমান عليه السلام

১৩. "ধ্বংস তো তার জন্য, যার নেকীর কাজগুলো দশগুণ করে বাড়িয়ে দেওয়া সত্ত্বেও,  তার কৃত পাপের পরিমাণই বেশি।"

 ~ সাইয়্যদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِيَ اللّٰهًُ عَنْهُ

১৪. দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। 

~ হযরত সাইয়্যেদুনা উমার ইবনুল খাত্তাব رَضِيَ اللّٰهًُ عَنْهُ


১৫. যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই নেয়ামতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।

 ~ জৈনক ইসলামি পন্ডিত।

হাসান বসরী(রহমতুল্লাহি আলাইহি) এর বানী:


১৬. পৃথিবীর জীবনটা তিনটি দিনের– 
(১) গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে।
 (২) আগামীকালের দিনটিতে হয়ত আপনি না-ও পৌছতে পারেন।
(৩) কিন্তু আজকের দিনটি আপনার জন্য-ই, সুতরাং যা নেক আমল করার আজই করে নিন। 

~ হযরত সাইয়েদুনা হাসান বসরী رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ
ইসলামিক উক্তি



১৭. রাসূলে আকরাম  (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم) বলেছেন,
দুনিয়াতে যেসব লোক ওধিক আহার করে, তারাই  কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত অবস্থায় উঠবে। (সুনানে ইবনে মাজাহ : ৩৩৫১)
১৮. 
ঐ সমস্ত সাহচর্য থেকে দূরে থাক, যেটার বিদ্যা তোমার কোন উপকারে আসে না
-হযরত সাইয়েদুনা মুআয বিন জাবাল (رَضِىَ اللّٰهُ عَنْهُ)
(আদাব শারিয়াহ-৪/৩৩৩)
১৯. 
ঈমান রক্ষা করার জন্য নিজ গৃহে অবস্থান করার চাইতে উত্তম আর কোনকিছু আমি দেখিনি।
অর্থাৎ ঈমান দূর্বল করা বিষয়কে নজরে না আনা।
~~হযরত সাইয়েদুনা সুফিয়ান আস-সাওরী ( رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ )

২০. নবীয়ে কারীম ﷺ ইরশাদ করেছেন,
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জনীয় ইলম শুধু এজন্য অর্জন করে যে, এর দ্বারা দুনিয়ায় কিছু বিষয় অর্জন করবে সে জান্নাতের খোশবুও পাবে না। 

~~ মুসনাদে আহমদ ২/৩৩৮ হাদীস ৮২৫২; সুনানে আবু দাউদ ২/৫১৫ হাদীস ৩৬৬৪; সুনানে ইবনে মাজাহ পৃ. ২২ হাদীস ২৫২

শেয়ার করে নিজ কাছের মানুষদেরকে জানিয়ে দিন।