ইসলামিক উক্তি - ইসলামিক উক্তি বাণী- islamic ukti

ইসলামিক উক্তি - islamic quotes bangla

ইসলামের মহান খলিফা ইসলামের মহান মনীষীদের অমূল্য উক্তি ও উপদেশ বানী সমূহ আমাদের জন্য পথ পদর্শক। আজ ইসলামের প্রধান ৪ খলিফাদের গুরুত্বপূর্ণ ইসলামিক উক্তি সমূহ সম্পর্কে আমরা জানব। 


 হযরত আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) এর উক্তি বা বানী সমূহ:

১) হে লোকেরা! আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই। সুতরাং যদি আমি সঠিক কাজ করি তবে আমাকে সাহায্য কর এবং যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিবে। 

২. সততা একটি পবিত্র আমানত এবং মিথ্যা হচ্ছে নিকৃষ্ট বিশ্বাস ঘাতকতা।

৩. সেই ব্যক্তিই অভিশপ্ত, যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতেই রয়ে যায়।

৪. মানুষের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস ও স্বাদ।

৫. মৃত্যুকে খুঁজো (অর্থাৎ, সাহসী হও) তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে(অর্থাৎ চীর স্মরণীয় হবে)। 

৬. যুদ্ধের ময়দানে কাফিরদের সঙ্গে

জিহাদ করা জিহাদে আসগর তথা ছোট জিহাদ, আর তোমার নিজের

নফসের সাথে যুদ্ধ করা সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে আকবর।

৭. তাওবা বৃদ্ধের জন্য একটা প্রশংসনীয় কাজ, তবে যুবকের তাওবা অধিক প্রশংসনীয়।

৮. ইবাদত একটি ব্যবসার মত, এর দোকান হলো নির্জনতা, পুজি হালো তাকওয়া, লাভ্যাংশ হল জান্নাত।

ইসলামিক উক্তি বাণী-

হযরত ওমর (রাদিয়াল্লাহু আনহু এর উক্তি বা বানী সমূহ: 


১. দুনিয়া অর্জন নয়, দুনিয়াবিমুখতার মধ্যে রয়েছে দেহ ও মনের প্রশান্তি।

(তারিখে উমার- পৃষ্ঠা নং-২৬;)

২. যে ব্যক্তি মানুষের কাছে নিজেকে এমন গুণাবলি দিয়ে সাজিয়ে প্রকাশ করবে, যা তার সত্যিকার অবস্থার বিপরীত, সে আল্লাহ তাআলার কাছে নিন্দিত ও অপমানিত হবে।

 (সুনানে আদ দারে কুতনি, খন্ড-৪ /২০৭)

৩. কোন ভাই আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাবার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ না করেও থাকে, তবুও কথাগুলো আপনার জন্য আমানত।

৪. যে ব্যক্তি আল্লাহ'র উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না।

৫. মানুষকে কষ্ট দিয়োনা, কেননা, তুমি জানোনা তার কাছ থেকে ক্ষমা নিতে পারবে কিনা বা ক্ষমা নেওয়ার সময় নাও পেতে পারো।

৬. আমার কাছে আমার নিজের জান, নিজের মাল, নিজের স্ত্রী সন্তান এমনকি দুনিয়ার সকল মানুষের থেকেও অধিক প্রিয় হলেল আল্লাহর প্রিয় রাসুল (ﷺ)।

৭. যে নিজের প্রতিদিনের নেক আমল এবং বদ আমলের হিসাব নিজেই নিতে পারে, আখিরাতে তার হিসেব দিতে সহজ হবে।

৮. আমি আল্লাহর কাছে এমন আশা রাখি, যদি দুনিয়ার সবাই জাহান্নামে যায়, আর একজন জান্নাতে যায়, সেই জান্নাতে যাওয়া একজন আমি ওমর! আমি আল্লাহকে এমন ভয় করি, সারা দুনিয়ার সবাই জান্নাতি হয়, আর একজন জাহান্নামি হয়, সেই একজন আমি আমি ওমর হই কিনা, আমি সেটার জন্য ভয় পাই।


ইসলামিক উক্তি


হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর উক্তি বা উপদেশ:

১. মানুষ প্রতিদিন তার মত মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে যায়।

২. তোমরা আল্লাহর ভয়ে অধিক কান্না কর।আল্লাহর প্রতি লজ্জাবোধ কর, তোমাদের গুনাহ ছেড়ে যাবে।

৩. যত দূরাবস্থায় পতিত হও না কেনো, আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করো না।

৪. নিজের বোঝা যত কমই হোক তা অন্যের উপর চাপাতে চেষ্টা করো না।

৫. দুনিয়াকে যে যত বেশী চিনেছে, সে এর দিক থেকে ততবেশী নিস্পৃহ হয়েছে।

৬. শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না।

৭. কর্মবিহীন জ্ঞান অনেক সময় উপকারী হতে পারে, কিন্তু জ্ঞানবিহীন কর্ম কখনো উপকারী হয় বলে আমার জানা নেই।

৮. কবর আখিরাতের প্রথম ঘাটি বা মনজিল যে কবরে বেঁচে যায়, সে আখিরাতেও বেঁচে যাবে।

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উক্তি বা বানী:

১. সর্বদা ছোট ছোট গুনাহ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো,

কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোচট খায়না, ছোট পাথরের সাথে খায়।

২. লোকেদের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না।

৩. স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই।

৪. প্রকৃত দ্বীনদারী পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব।

৫. অল্প দান করতে কখনো লজ্জিত হইয়ো না, কারন অভাবী কে ফিরিয়ে দেয়া তার চেয়ে বেশী লজ্জার।

৬.  আমিরুল মুমিনীন হযরত  আলী মুরতাজা শেরে খোদা کرم الله تعالى وجهة الكريم বলেছেন, "যে ব্যক্তি (সারা বছরে যখনই) জুমার দিন জুমার নামাযের পূর্বে তিনবার *সূরা কদর* পড়ে, আল্লাহ তায়ালা তাকে সে দিনের সমস্ত নামাযীদের  সংখ্যার সমান নেকী দান করেন।" 

(তথ্যসূত্র: নূযহাতুল মাজালিস,১ম খন্ড, পৃষ্ঠা ২২৩)

৭. শত্রুর সকল কৌশল যখন ব্যর্থ হয়, তখন সে বন্ধুত্বের অভিনয় করে।

৮. কোরআনে পাকের মধ্যে সকল বিষয়ের জ্ঞান রয়েছে, আমি যদি কোরআন শরিফের সূরা ফাতিহার তাফসির করি, আর তার কিতাব ৭০টা উঠের পিঠ বোঝাই করা হয়, তাও শেষ হবেনা।।

সাওয়াবের নিয়তে শেয়ার করুন।